সে এক বড্ড দামাল ছেলে, নামটা ছিল সময়
ধরতে তাকে চেষ্টা সবাই করে কিন্তু কেবলই হাত ফসকে সে পালায়
পৃথিবীর আলো যখন চোখে পড়ে খেলতে থাকে আপনমনে নিজ মাতৃক্রোড়ে
কেমনভাবে যায় যে কেটে বেলা,এবার স্কুলে ভর্তি হবার পালা
বন্ধু অনেক হ'ল যে ইস্কুলে ,কেউ বা তারা থাকল আমার সাথে
কেউ বা গেল মেডিক্যালে কেউ বা অন্য পথে
আগের দিনে ছিল পেশা ইঞ্জিনিয়ার বা ডাক্তারি
কেউ বা হতো উকিল নয়তো কেউ বা প্রফেসারি
এখন তো ভাই হরেক পেশা কেউ হয় এম বি এ
কম্পিউটারের অনেক শাখা কেউ বা এম সি এ
ভিন্ন পেশায় বন্ধু জোটে ভিন্ন তাদের মত
কথায় কথায় মান অভিমান পাল্টায় তাদের পথ
মেলেনা সেই স্কুলের দিনের বন্ধু নির্ভেজাল
মান অভিমান ভুলে না যাওয়ায় কেটে যায় সেই তাল
চুলে ধরে পাক নড়ে যায় দাঁত শেষের আমন্ত্রণ
বুঝতেই পারি দিনের শেষে সন্ধ্যার আগমন
নিয়মের ফেরে সন্ধ্যার পরে রাত্রি প্রতীক্ষায়
ছেড়ে যেতে হবে এই ধরাধাম নূতন যাত্রায়
তবুও চেষ্টা করে যাই শুধু সময়কে ধরিবার
সময় শুধুই হাসিয়া বলে আমি দুর্নিবার।