Saturday, 26 February 2022

সাঁঝ বসন্ত

হে বিটপী, ত্যজিয়া পুরাতনে
বরণ করেছ সতেজ নবীনে
উঠেছ সাজিয়া নব কলেবরে
ভেবেছ  কি কভু সেই পাখিদের 
ছিল যারা তব পুরাতন আশ্রয়ে
হইবে কি দশা ঘর ছাড়া হয়ে 
সাধ্য কি আছে সতেজ নবীনে
বিতাড়িত  করি শঙ্কা? বলিতে পারিতে 
হে পুরাতন, রহো না বক্ষে আরও  কিছুক্ষণ 
ফিরিত  আস্থা শঙ্কিত পাখিদের। 

No comments:

Post a Comment