Monday, 5 May 2025

কিছু কথা

অনেকদিন ধরেই মনটা একদম খাঁ খাঁ করছে। কিছু লিখব মনে হয়, নানান কথা মনে আসে, মনে পড়ায় আমাদের কথা এবার বল , অনেক স্তোকবাক্য দিয়ে তো চালালে, এরপরে নিশ্চয়ই আসবে আমাদের কথা কিন্তু নানা বাহানায় বন্ধ হয়ে যায় তোমার কলম । কখনো বাজারে যেতে হবে,  কখনো বা তোমার রিহার্সাল আবার কখনো বা  বন্ধুর  সঙ্গে ঘন্টার পর ঘন্টা কথা।এই তো আসছে আবার ফোন, নিশ্চয়ই কোন  বন্ধুর  হবে। আচ্ছা,ঠিক আছে, কথা বলেই আমাদের একটু তুলে ধর‌দেখি। আচ্ছা ঠিক আছে,  কয়েকটা জরুরী ফোন অ্যাটেণ্ড করে বসলাম তাদের কথা তুলে ধরতে কিন্তু কাকে ছেড়ে কার কথা লিখি এই নিয়ে  একটু ধন্দে পড়ে গেলাম। যার কথা লিখব না তারই মুখ  ভার। সবাইকে একটু ঠাণ্ডা করে বসলাম ব্যালকনিতে ফুল এবং পাখিদের কথা লেখার জন্য ।

ব্যালকনির টবে এখন নানারকম ফুল। গোলাপ, জবা ও বেলফুলে ভরে আছে। এ ছাড়াও রয়েছে একটা নাম না জানা ঝাঁকরা গাছে ছোট ছোট সাদা রঙের ফুল অনেকটা চন্দ্রমল্লিকার মতো। গোলাপ ও বাহারিরঙের লাল ও হলুদ আর জবাও যায় কম কিসে?  সেও লাল, কমলা ও হলুদ রঙে নানাভাবে  নিজেদের বিকশিত করে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছে। কিন্তু ভোরবেলায় স্লাইডিং শাটার খুলতেই হাল্কা মিষ্টি গন্ধে মন মাতিয়ে দেয় বেলফুলের মিষ্টি গন্ধ। মৌমাছিরা গুনগুন করে একবার এই ফুলে আরেকবার ঐ ফুলে নেচে নেচে মধু খেয়ে যাচ্ছে। আশ্চর্য হয়ে যাই যে এই নিরাভরণেও এত আকৃষ্ট করা যায়!  আশেপাশে সব সময়ই দেখি  কি করে ঝাঁ‌ চকচকে পোশাকে অন্যদের দৃষ্টি আকর্ষণ করা যায় , কিন্তু  সাধারণ পোশাকে নিজের আচার ব্যবহারে যে অন্যকে আকর্ষিত করা যায় তা তো আর অস্বীকার করা যায়না  কিন্তু সেটা প্রথম দর্শনেই ধরা পড়ে না। অনেকদিন ধরে দেখতে দেখতে তা নজরে আসে। একটা কথা আছে না, খারাপ খবর খুব দ্রুত ছড়িয়ে পড়ে কিন্তু ভাল কোন খবর তা ধীরে ধীরে উন্মোচিত হয়।

কাকে বেশী পছন্দ?  বাহারে গোলাপ বা জবা না গন্ধময় নিরাভরণ সাদা বেলফুল বা ঝাঁকড়া গাছে পাতার ফাঁকে উঁকি দেওয়া সেই ছোট্ট সাদা ফুল?  জবাব নিজের  নিজের পছন্দের কাছে।

No comments:

Post a Comment